Donation Page
Donation Page
নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, গড়তে হবে স্থায়ী তহবিল
মুক্তিযুদ্ধের প্রেরণায় জন-অংশগ্রহণে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। এর যথাযথ পরিচালনার জন্য সকলের সহায়তায় গড়ে উঠবে স্থায়ী তহবিল। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় এগিয়ে আসুন আপনিও।
অনুদান-দাতার নাম জাদুঘর ভবনে স্থায়ীভাবে প্রদর্শিত হবে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অনুদানভূক্তি হবে তা পরিষ্কার হরফে বাংলায় ও ইংরেজিতে লিখুন (আপনার প্রদত্ত বানান অনুযায়ী নাম প্রদর্শিত হবে) ।
অনুদান সরাসরি মুক্তিযুদ্ধ জাদুঘর কার্যালয়ে অথবা বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে জমা দেয়া যাবে।
Donation Form
বিকাশে দেবার তথ্যঃ বিকাশ এ্যাপ থেকে নিচে দেয়া নির্দেশনা দেখুন। (অনুদান দিতে পারবেন যেকোন পরিমাণে)
ব্যাংক হিসাবের নামঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ফান্ড