Live program-Jahanara Imam & Sufia Kamal

Home Live program-Jahanara Imam & Sufia Kamal

প্রিয় সুহৃদ,
মুক্তিযুদ্ধ জাদুঘর ও রেডিও স্বাধীন আয়োজিত জননী সাহসিকা সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমাম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ২৬ জুন ২০২০, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইনে লাইভ প্রচারিত হবে। রেডিও স্বাধীন (৯২.৪ এফএম) টিউন করে অনুষ্ঠান শোনা যাবে এবং রেডিও স্বাধীন-এর ফেসবুক পাতা ( https://www.facebook.com/radioshadhin92.4fm/) থেকে লাইভ অনুষ্ঠান দেখা যাবে। আপনাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। এই সাথে প্রোমো সংযুক্ত হলো।

ধন্যবাদসহ-
মুক্তিযুদ্ধ জাদুঘর